বুধবার, ৫ মার্চ, ২০২৫,
২০ ফাল্গুন, ১৪৩১, ৪ রমজান, ১৪৪৬

Recent News

Copyright © 2024 Blaze themes. All Right Reserved.

২ কার্গো এলএনজি- ৩০ হাজার টন সার সংগ্রহ করবে সরকার

Share It:

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার আজ ২ কার্গো এলএনজি, ৩০ হাজার টন বস্তাবন্দী দানাদার ইউরিয়া সার এবং ১০ হাজার টন মসুর ডাল সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে।

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে আজ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির ১০ম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক বিষয় এবং ক্রয় কমিটির সভা আয়োজনের মূল উদ্দেশ্য হলো অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি অতি প্রয়োজনীয় সামগ্রীর ক্রয় নিশ্চিত করা। পাশাপাশি, আমরা সাশ্রয়ী মূল্যের পণ্য ক্রয় নিশ্চিত করার জন্যও এগিয়ে যাচ্ছি।

অর্থ উপদেষ্টা আরো বলেন, বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুই কার্গো এলএনজি সংগ্রহের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি পৃথক প্রস্তাব অনুসরণ করে, পেট্রোবাংলা সুইজারল্যান্ডের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ডিপিএম পদ্ধতিতে স্পট মার্কেট থেকে প্রায় ৭৫৪.৪২ কোটি টাকায় একটি কার্গো এলএনজি সংগ্রহ করবে । যেখানে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৫.৭৩ ডলার। অন্য একটি প্রস্তাবে, পেট্রোবাংলা সিঙ্গাপুরের মেসার্স গুনভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে প্রায় ৭৪১.৯৫ কোটি টাকায় একটি কার্গো এলএনজি সংগ্রহ করবে। যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৫.৪৭ ডলার।

কী আছে প্রস্তাবে?

শিল্প মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের প্রেক্ষিতে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) চলতি অর্থবছরের (২৫ অর্থবছর) ১৪তম লটের আওতায় বাংলাদেশের কাফকো থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগযুক্ত দানাদার ইউরিয়া সার সংগ্রহ করবে। এর দাম প্রায় ১৫৪.৬৮ কোটি টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৪২২.৬২ ডলার।

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে, রাষ্ট্রায়ত্ত ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ, ঢাকা থেকে স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতির (ওটিএম) আওতায় ১০ হাজার টন মসুর ডাল সংগ্রহ করবে। এর দাম ৯৫.৪০ কোটি টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম ৯৫.৪০ টাকা।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের আরেকটি প্রস্তাব অনুমোদন করা হয়, যার অধীনে সায়েদাবাদ পানি শোধনাগার সংগ্রহ (তৃতীয় ফেজ) প্রকল্পের কম্পোনেন্ট-১ প্রায় ৫,৯৬৪.১০ কোটি টাকায় CMEC-YREC-SMEDI JV কে দেওয়া হয়েছে। এছাড়াও, ক্রয় কমিটির সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আরেকটি প্রস্তাব অনুমোদন করা হয়, যার অধীনে WFP কে ‘ISO কম্পোনেন্ট-৬: বিল্ডিং কমিউনিটি রেজিলিয়েন্স অ্যান্ড সেলফ রিলায়েন্স (BCRSR)’ প্রকল্পের অধীনে কমিউনিটি ওয়ার্কফেয়ার অ্যান্ড সার্ভিসেস সাপোর্ট, নন-কনসাল্টিং সার্ভিস-১ প্রদান করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৪৮৮ কোটি টাকা।

ট্যাগস :

আরও পড়ুন

সর্বশেষ প্রকাশিত

ইউটিউবে সাবস্ক্রাইব করুন

Copyright © 2025. All Right Reserved.