ফের বিকেলের দিকে দক্ষিণব'ঙ্গ জুড়ে ধেয়ে আসছে কালবৈশাখী, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দ'প্ত র। ভ্যাপসা গরমে নাভিশ্বা'স উঠেছে রাজ্যবাসীর। গত রবিবার দক্ষিণব'ঙ্গের কিছু জে'লায় সাময়িক বৃষ্টিপাত হলেও সোমবার থেকে ফের গরমের দাপট বাড়তে থাকে। আর তাই বৃহস্পতিবারের বৃষ্টি দক্ষিণব'ঙ্গবাসীকে দিতে পারে কিছুটা স্বস্তি। আজ বৃহস্পতিবার সকাল থেকেই সূর্যের তাপ থাকলেও আকাশের মুখ ছিল ভার।










আর এই অস্বস্তির ভাব কাটতে পারে আজ বিকেলের বৃষ্টিতে, এমনটাই জানাল হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণব'ঙ্গের বেশ কিছু জে'লা যেমন, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ জে'লাগু'লিতে সন্ধ্যা থেকেই 'হতে পারে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত। কালবৈশাখীর ঝড় বইতে পারে ৫০ থেকে ৬০ কিমি বেগে এমনটাই জানাল হাওয়া অফিস।










এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস।










বাতাসে আদ্রতার পরিমাণ ৮৮ শতাংশ। অতিরিক্ত আদ্রতার কারণে গরমের ভ্যাপসা ভাব আরও প্রকট হচ্ছে। আলিপুর আবহাওয়া দ'প্ত র সূত্রে খবর, দক্ষিণব'ঙ্গে সন্ধ্যার দিকে বৃষ্টিপাত হলেও উত্তরব'ঙ্গের জে'লাগু'লিতেও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।